প্রতিষ্ঠানের ইতিহাস

image-not-found

বর্তমান চ্যালেঞ্জিং বিশ্বের উপযোগী দক্ষ ও মানবিক মানবসম্পদ গড়ার দৃঢ় প্রত্যয়ে ঢাকা উদ্যানবাসীর দাবি ও শিক্ষার্থীদের চাহিদার প্রেক্ষিতে আধুনিক শিক্ষা ব্যবস্থায় বাংলা ও ইংরেজি ভাষায় জাতীয় শিক্ষাক্রমকে সম্পৃক্ত করে শিক্ষার্থীদেরকে গড়ে তোলার লক্ষ্যে ২০১৯ সালে হলি পেন ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের চেয়ারম্যান মহোদয় মোঃ জাকির হোসেন স্যার ১২ তলা ভবন বিশিষ্ট একটি আধুনিক (প্রশস্থ শ্রেণি কক্ষ, প্লে জোন, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, অডিটোরিয়াম, নামাজের জায়গা, সুইমিং পুল, ইনডোর গেমস, লিফট, সিসিটিভি ক্যামেরা, বায়োমেট্রিক, জেনারেটর, এসি ক্লাস রুম) ক্যাম্পাস নির্মাণ করেন। ২০১৯ সাল থেকেই অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান মহোদয়ের নিদের্শনায় দেশ সেরা খ্যাতিমান, বিজ্ঞ, প্রজ্ঞাবান ও বিচক্ষণ, একদল শিক্ষাবিদ এবং উপদেষ্টামন্ডলীর তত্ত্বাবধানে এক ঝাঁক তরুন মেধাবী যশ ও খ্যাতিসম্পন্ন, প্রশিক্ষণপ্রাপ্ত নিবেদিত শিক্ষক প্যানেল ঢাকাতে অবস্থিত বিভিন্ন স্কুল কলেজ ভিজিট করেন এবং শিক্ষার সঙ্গে সম্পৃক্ত সমস্যা চিহ্নিত করেন। চিহ্নিত সমস্যা সমূহ সমাধানের লক্ষ্যে দীর্ঘ সময়ে অর্জিত অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতাকে কাজে লাগিয়ে অত্র প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী পাঠ্যক্রমকে গুছিয়ে একাডেমিক পরিকল্পনা মোতাবেক সহজ করে সাজিয়ে সিলেবাস, পাঠপরিকল্পনা, পরিপাটি এবং সুসজ্জিত শ্রেণিকক্ষ প্রস্তুত করেন এবং সেই লক্ষ্যেই পাঠদানকে সহজতর করে ধর্মীয় অনুশাসন ও নৈতিকমূল্যবোধ ভিত্তিক আনন্দমুুখর নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করার জন্য হলি পেন ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজ ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত নিরলসভাবে কাজ করে। তারই ধারাবাহিকতায় ২০২৩ সালের জানুয়ারী থেকে প্লে থেকে ৯ম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম শুরু করা হয়।

চেয়্যারম্যান মহোদয়ের বাণী

image-not-found

Holy Pen International School and College is going to start its vibrant journey from 1st January 2023 with a vigorous and unprecedented inauguration program. This institution is committed to provide quality education as well as prepare the students as patriotic citizens for well being of the country.

Education is the most powerful tool which offers inner and outer strength to a person. Our teachers are highly qualified and dedicated to create an education friendly environment. By ensuring quality education, religious values and discipline into students and ensuring students' active involvement in various learning activities for achieving excellence in the educational sector of Bangladesh.

After all, I am optimistic that this institution will be able to contribute passionately for the overall development of the academic system of our country.

অধ্যক্ষের শুভেচ্ছা বাণী

image-not-found

প্রিয় সুধী,
আলহামদুলিল্লাহ, প্রশংসা সর্বজ্ঞ ও প্রজ্ঞাময় সৃষ্টিকর্তার, যিঁনি দান করেছেন জ্ঞান। জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয় জীবন, বদলে যায় জীবনের বাঁক, মানুষ হয়ে উঠে স্বপ্নবাজ এবং আত্মপ্রত্যয়ী। মানবিক মূল্যবোধে আলোকিত হোক আপনার সন্তানের আগামীর ভবিষ্যৎ।

একজন শিক্ষক হিসাবে সমগ্র শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থী তথ্য মানুষ নিয়ে আমার ভাবনা। এই শিক্ষা প্রতিষ্ঠানের একজন নির্বাহী প্রধান হিসাবে যা কিছু শিক্ষার সাথে সম্পর্কিত তা আমাকে গভীরভাবে ভাবায়। এ নিরন্তর সম্পৃক্তির উৎস শিক্ষা, মানুষকে মানুষ বানানোর অক্ষয় শিক্ষা। যে শিক্ষা দেহ, মন ও আত্মাকে পরিশুদ্ধ করে মনুষ্যত্ব সম্পন্ন, বিবেকবান এবং মানবিক মানুষ হিসাবে তার মনের ভিতরের মনকে অর্থবহ করে তোলে। আমার চিন্তা ও ভাবনায়, গতানুগতিক শিক্ষাব্যবস্থার শৃঙ্খল ভেঙ্গে শিক্ষার্থীদের সকল ভীতি কাটিয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে পাঠদানকে সহজতর করে ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধ ভিত্তিক আনন্দমূখর শিক্ষা পরিবেশ নিশ্চিত করা।

আমাদের আধুনিক শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের স্কুল ভীতির কথা, পড়াশোনায় মনোযোগ হারানোর কথা, গেম্স ও ডিভাইসের প্রতি আসক্তির কথা, বই-খাতা কলম নিয়ে পড়ার টেবিলে বসার অনাগ্রহের কথাও আমাকে গভীরভাবে ভাবায়। এই প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে দক্ষ মানব সম্পদ গড়ার দৃঢ় প্রত্যয়ে “হলি পেন ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজ” অঙ্গীকারবদ্ধ। আমরা পর্যায়ক্রমে আমাদের শিক্ষাব্যবস্থাকে জাতীয় শিক্ষা নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে বিশ্বের প্রথম শ্রেণির শিক্ষা নিশ্চিতকারী দেশ যেমন- ফিনল্যান্ড, জাপান ও চায়না’র শিক্ষা ব্যবস্থাকে সম্পৃক্ত করতে চাই। খেলাধুলার মাধ্যমেই শিশুদের সৃজনশীল স্বত্বার বিকাশ ঘটে এবং খেলার ছলে নতুন নতুন বিষয় শেখার মধ্য দিয়ে ঘটে মানসিক বিকাশ, তাই ছোট থেকে শিশুদের সৃজনশীলতাকে বিকশিত করে, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে আমাদের সহশিক্ষা কার্যক্রমে আমরা সংযুক্ত করেছি সুইমিংপুল, জিমনেশিয়াম, ইয়োগা, স্কাউটিং, ইনডোর স্পোর্টস, ডিবেটিং ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, কালচারাল ক্লাব (নৃত্যকলা, সংগীত ও আবৃত্তি), ড্রইং ক্লাব, সুসজ্জিত প্লে-জোন এবং সমৃদ্ধ লাইব্রেরী। শিক্ষকদের আন্তরিক মনোভাব ও উদারতা শিশুদের সহনশীল ও আন্তরিক হতে সহযোগিতা করে। তাই শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সুদৃঢ় বন্ধন স্থাপনে আমাদের পাঠদানে সম্পৃক্ত রয়েছে এক ঝাঁক দক্ষ, মেধাবী, যশ ও খ্যাতি সম্পন্ন, প্রশিক্ষণপ্রাপ্ত নিবেদিত শিক্ষক প্যানেল। যারা শিক্ষার্থীদের মধ্যে স্বপ্ন পূরণের বীজ বপন করে এবং শিক্ষার্থীদের সফলতার মধ্য দিয়েই নিজের সফলতা খুঁজে পান। আমরা আপনারদের সন্তানদের উপহার দিতে চাই সেই শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা মানুষের মনের ভিতরে প্রবেশ করে জীবনকে সঠিকভাবে চিনতে শেখায়। যেমন করে তৃষিত মাটি আপনজন হয়ে উঠে এক টুকরো মেঘ থেকে গড়িয়ে পড়া বৃষ্টির জলরাশি, যেমন করে তীব্র শীতে শীতার্ত মানুষের আপনজন হয়ে উঠে এক টুকরো সূর্যের উত্তাপ। ঠিক তেমন করেই আপনার সন্তানের হৃদয়কে শাণিত করতে সাধারণ পৃথিবীর অসাধারণ কাজটি করে মানুষ গড়ার কারিগর তথা আপনার সন্তানের শিক্ষক। আমরা শিক্ষকেরা কুমারের মতো কাদামাটির ন্যায় আপনার সন্তানকে হাতে নিয়ে নিজের স্বপ্নের মতো করে গড়ে তুলি। নিজের স্বপ্ন যেখানে অপূর্ণ থেকে যায়, সেখানে আপনার সন্তানকে পৌঁছানোর জন্যই, জীবন বাজি রেখে নিজের সবটুকু উজাড় করে আপনার সন্তানের স্বপ্ন পূরণ করে মানুষের মতো মানুষ বানিয়ে সফলতার স্বাদ আস্বাদন করেন। বিদ্যালয় হোক জ্ঞান আরোহণ ও বিনোদনের কেন্দ্রবিন্দু। আমাকে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।


ধন্যবাদান্তে

মোঃ হাবিবুর রহমান
প্রিন্সিপাল
হলি পেন ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজ